সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয় || স্বাগতম......


সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৫৬ ইং

MENU

প্রতিষ্ঠান পরিচিতি ও প্রতিষ্ঠাতাদের বিবরণ

সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়

সংক্ষিপ্ত পরিচিতি

প্রতিষ্ঠার সনঃ- 1956 ইং।

প্রতিষ্ঠাতাঃ- হাতিয়া দ্বীপের ঐতিহ্যবাহী পরিবার মফিজ মিয়া পরিবারের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠান সুখচর ইউনিয়নের মফিজিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়।

বর্তমান অবস্থানঃ- নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামে হাতিয়ার প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে নদী ভাঙ্গন জনিত কারণে 2001 সালে স্থানান্তর করা হয় ।

প্রতিষ্ঠাকালীন সভাপতিঃ মরহুম আলহাজ্ব মোজাম্মেল আহম্মেদ।

স্বীকৃতিঃ- 1962 সালে মাধ্যমিক স্তরে স্বীকৃতি লাভ করে।

অবস্থানঃ- হাতিয়া উপজেলা পরিষদ থেকে 6 কি.মি. উত্তরে হাতিয়ার প্রধান সড়কের পার্শ্বে । চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামে নিরিবিলি ও মনোরম পরিবেশে বৃহৎ খোলা-মেলা জায়গায় অবস্থিত । স্থানান্তরের জন্য জমি ও আর্থিক সহযোগীতা দান করেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যগণ।

সভাপতিঃ-আ.ন.ম শামছুদ্দিন, এডহক কমিটি।

শিক্ষকঃ- 14 জন ।

প্রধান শিক্ষক- এ.এস.এম মোজাহিদুল ইসলাম

কর্মচারীঃ- তৃতীয় শ্রেণী 1 জন।

                 চতুথ শ্রেণী 5 জন।

ছাত্র- ছাত্রীর সংখ্যাঃ-623 জন।

-->